আমতলী (বরগুনা) প্রতিনিধি: কুরিয়ার সার্ভিসে আসা গাঁজা ছাড়িয়ে নিয় যাওয়ার পথে বরগুনার আমতলী থানা পুলিশের হাতে আটক হয়েছে দেবর-ভাবী। আটককৃত গাঁজার বাজার মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা।
গতকাল বৃহস্পতিবার ২মে রাত ৯টার সময় শহরের জননী কুরিয়ার সার্ভিসে আসা গাঁজা গ্রহণ করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে সহ আটক করা হয়।
গাঁজা সহ আটক দুই মাদক কারবারির তানিয়া (২৪) জসিম (৩৭)। তাদের বাড়ি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু জানান,গতকাল রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে উপ পরিদর্শক পবিত্র কুমার, উপ পরিদর্শক বিশ্বজিৎ,সহকারী পরিদর্শক জসিম আহমেদ আট কেজি গাঁজা সহ দেবর-ভাবীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের ওপর আমাদের নজরদারি ছিল। তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে ধরতে সক্ষম হই। আসামি তানিয়ার স্বামী জাকির হবিগঞ্জ থেকে পাইকারি মূল্যে গাঁজা কিনে সুকৌশলে প্যাকেটের মাধ্যমে স্ত্রী তানিয়ার নামে কুরিয়ার করে। স্ত্রী তানিয়া ও দেবর জসিম রাতে কুরিয়ারের চালান নিয়ে বের হওয়ার পথেই আমরা অভিযান চালিয়ে তাদের ধরতে সক্ষম হই।
আটককৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।