
নিজস্ব প্রতিবেদক :
‘সার্বজনীন কল্যাণ মাহে রমজান’। এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম দশ দিন রহমতের। দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন নাজাতের। গত হয়েছে রহমতের দশ দিন। আজ শেষ হলো মাগফিরাতের দশ দিন। ২০ রমজান , ২১শে মার্চ, রোজ শুক্রবার, বিকাল ৪ঘটিকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীস্থ শিশু একাডেমি হল রুমে আইডিইবি নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবির) অন্তবর্তীকালিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবেদুর রহমান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল নীহার রঞ্জন দাস, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ব্রাহ্মনবাড়িয়া জেলা আইডিইবি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ হাসান, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন ইমরান, নরসিংদী জেলা আইডিইবির আহ্বায়ক শের-ই জাহান মৃধা, সদস্য সচিব ইন্জি.জহিরুল ইসলাম, সাংগঠনিক (সদস্য) ছফিউল্লাহ ভূইয়া, প্রকৌঃ গাজী মাজহারুল ইসলাম, প্রকৌঃ মোঃ আতিকুর রহমান, প্রকৌঃ মির্জা রেজাউল করিম, প্রকৌঃ মোঃ মাহমুদুল আলম সরকার, প্রকৌঃ মোঃ হাবিবুর রহমান, প্রকৌঃ হাসিনা ইয়াসমিন , প্রকৌঃ মোঃ সোহেল রানা, প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম, প্রকৌঃ মোঃ মোবারক হোসেন, প্রকৌঃ মোঃ মাকছুদুল হক সহ বিভিন্ন পেশাজীবী ও সার্ভিস এসোসিয়েশনের প্রকৌশলীবৃন্দ।