কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে মাছের পোনা অবমুক্ত , বর্ণাঢ্য র্যালী ও মত বিনিময় সভার মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন করা হয়।
সোমবার(১৮ আগষ্ট} সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য সোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আত্রাই এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃমাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ রাকিবুল হাসান। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত ইসলাম বাংলাদেশ আত্রাই থানা শাখার আমির আবদ্যুল্লা আল গালিফ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা আকতার হ্যাপী, আত্রাই পল্লী বিদ্যুৎ ডিজিএম আয়শা আকতার সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা মৎস্য জীবি সমিতির সভাপতি শ্রী ভূষন হালদার,সহ মৎস্য চাষী ও থামার মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মাছ রপ্তানি করা হচ্ছে। তাতে বৈদেশিক মুদ্রা অজন করা সম্ভবহচ্ছে।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃমোঃ রাকিবুল হাসান। রাকিবুল হাসান।




















