রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এলক্ষে র্যালী,আলোচনাসভা ও জয়ীতাদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে রোকেয়া দিবসের র্যালী বের করা হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সম্পাদক আক্কাস আলী প্রামানিক,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫জন জয়ীতাকে সম্বর্ধণা ও পুরস্কার প্রদান করা হয়।