আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ই জুলাই আমতলী সরকারি এ,কে স্কুল মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
উপস্থিত ছিলেন,টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভুমি) তারিক হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান, পৌর কাউন্সিলর আবুল বাসার রুমি,সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার।
খেলা পরিচালনা ও রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।
টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ গ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় কুকুয়া ইউনিয়নকে হারিয়ে আমতলী পৌরসভা ১-০ গোলে গোলে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী আমতলী পৌরসভা দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও কুকুয়া ইউনিয়ন দলকে রানার্সআপ ট্রফি প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।