সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা আওয়ামীলীগনএর নব গঠিত কমিটির সভাপতি পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক পদে জিএম ওসমানী হাসানকে মনোনয়ন দেন।
মঙ্গলবার দুপুরে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় এক গণ সংবর্ধনায় তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন। বিগত নয় বছর পরে আমতলী উপজেলা আওয়ামীলীগ সম্মেলন গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২০ দিন পরে গত শনিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির নির্দেশে কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা আওয়ামীলীগ সভপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন। এতে সভাপতি পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এবং সাধারণ সম্পাদক পদে জিএম ওসমানী হাসান।
মঙ্গলবার সকাল ১০ টায় শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় নিয়ে আসে। আওয়ামী তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি এসএম শাহ জাহান কবির। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাজমুল আহসান নান্নু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. কেএম বাহাদুর শাহ, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ সামসুল হক গাজী,উপজেলা আওয়ামীলীগ দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আনোয়ার হোসেন ফকির, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ এলমান আহমেদ সুহাদ তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আলতাফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খাঁন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ মোল্লা, মোঃ আসাদুজ্জামান আসাদ মৃধা, মোঃ হারুন অর-রশিদ মোল্লা ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।
সংবর্ধনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পণ করেন। সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে তৃণমুল আওয়ামীলীগকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আমতলী উপজেলা নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যত দিন থাকবে দেশ। পথ হারাবেনা বাংলাদেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
আমতলী উপজেলা নব গঠিত আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের আমুল পরিবর্তন করেছেন। সেই পরিবর্তনের লক্ষে একযোগে কাজ করে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত করে রাখতে প্রাণপণ চেষ্টা করবো এবং তৃণমুল ও দলের ত্যাগী নেতাকর্মীকে যথাযথ মুল্যালন করা হবে।