রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ ইতালিতে তরিনো শাখা প্রথম বারের মত যুবদলের নেয়ামত খানকে আহবায়ক ও মাদারীপুর জেলার কৃতি সন্তান রিমন মিয়া কে সদস্য সচিব করে ২১ সদস্য নিয়ে কমিটি ঘোষণা করেন ইতালি তরিনো শাখার বি,এন,পির সভাপতি মনির হোসেন। ইতালি তরিনো শাখা যুবদলের যুগ্ম আহবায়ক করেন, সোহাগ, ছোটন সরকার, মমিন, বদর, রিদয়, ইয়াদুলকে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিনো শাখার বি,এন,পির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আরো উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম ঢালী,মীর কাসেম,মামুন, সিবলু, কারি কালাম উদ্দিন প্রমূখ।