ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁওতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর দুপুরে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশের এসবিসি টিম লিডার মিঃ জর্জিনা মেথেঙ্গা। তিনি বলেন- বেদে, জেলে, প্রতিবন্ধী সহ সব শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পারস্পরিক ভালবাসা, পরিচর্যা ও অংশ গ্রহণ,সুযোগ দানের উপর গুরুত্ব আরোপ করেন
তিনি সুস্থ,সবল জাতি গঠনে এমন আয়োজন সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। এতে শিশুদের সময় মত পড়ালেখা, খেলাধুলা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের আহ্বানও জানান।
বক্তব্য দেন, বেতারের কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আশরাফ কবির। সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোহাম্মদ সোলতান আহমদের সঞ্চালনায় এতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার অসীম সূত্রধর ও পুষ্টিবিদ ডাক্তার মিতা দাশ, বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এই সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসনাত আরা বেগম, ইউনিসেফ এসবিসি অফিসার মো.রাশিদুল হাসানসহ অনেকে অংশ নেন।
মেলাটি আলোচনা, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নোত্তর, যেমন খুশি আঁকা- আঁকি, বেতার স্রবণ, গান, আড্ডা, খেলাধুলা,কুইজ প্রভৃতি ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে।
বক্তারা বলেন, বই নিষ্প্রাণ নয়। বই সমাজ ও জাতিকে পরিবর্তন করতে পারে। বই পড়ার মাধ্যমে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। বাগান পরিচর্যা করলে যেমন ভালো ফল পাওয়া যায় তেমনি নিজেদের পড়ালেখার যত্ন করলে যোগ্য মানুষ হওয়া যায়। নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে পিতা মাতা ও শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে। শারীরিক- মানসিক সুস্থতার জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন প্রফুল্ল থাকে। চলমান ভয়াবহ ডেঙ্গু থেকে শিশুদের সুরক্ষার আহ্বান জানান। শিক্ষার্থী যেন মোবাইলের অপব্যবহার না করে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.