এম আবু হেনা সাগর, ঈদগাঁও : সারাদেশের ন্যায় মাস ব্যাপী আইএফআইসির উদ্যোগে মধুমাস উৎসবের আলোকে ঈদগাঁওর উপশাখাতেও উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে পালিত হয়েছে এই মনোমুগ্ধকর আয়োজন।
৪জুলাই দুপুর ১২টার দিকে ঈদগাঁও মাছবাজার পয়েন্ট আইএফআইসি ঈদগাঁও ব্রাঞ্চের উদ্যেগে মধুমাস উৎসব সম্পন্ন হয়। ব্যাতিক্রমী এ উৎসব কে ঘিরে হরেক রকমের মৌসুমী সুস্বাদু ফলের সমাহার যেন চোখে পড়ার মতো।
এই নান্দনিক উৎসবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ব্রাঞ্চের ম্যানেজার মোশাররফ হোসেন,ঈদগাঁও বাজার উপশাখার অফিসার ইনচার্জ আবু তায়েব,উপ শাখার অফিসার সাজিদ হাসান তানভীর, ওবায়দুল্লাহ,কক্সবাজার ব্রাঞ্চের রিলেশনশীপ অফিসার নাহিল মোহাম্মদ ফাহিম।
অন্যদের মাঝে অংশ নেন, সরকারি নিবন্ধিত ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের এমইউপি দিদারুল ইসলাম, ব্যাংক স্বত্বাধিকারী নুরুল আলম,ব্যবসায়ী জাফর আলম, জানে আলম, দৈনিক চকোরীর ঈদগাঁওর সংবাদকর্মী তাহসিন মেহেরাব শাওনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মধুমাস উৎসবের মতো সুন্দর আয়োজনে জন্য উপশাখা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিতজনরা।