ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁওর সংবাদকর্মী পূত্র জামি গুরুত্বর অসুস্থ হয়ে চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। রোগমুক্তি কামনায় দোয়াও চেয়েছেন পরিবার।
জানা যায়, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোটার, ঢাকাস্থ বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি, ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরের মেঝ ছেলে মোহাম্মদ জামি (৬) রক্ত শূন্যতায় ভোগার পাশাপাশি হার্নিয়া রোগেও আক্রান্ত হয়ে পড়েন।
বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশতলায় শিশু ওয়ার্ড়ে চিকিৎসা সেবা নিচ্ছে। দুইটি রোগে ভোগছে জামি। সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার।
দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে তার মাঝে রক্তশূন্যতা দেখা দেয়। সেই থেকে রক্ত দিয়ে যাচ্ছেন পরিবার। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে চট্রগ্রামে রয়েছেন জামি।