এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম বিদ্যালয় পরিদর্শক।
১৯ নভেম্বর সকাল ১১টার দিকে বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী জাহানারা বিদ্যালয়ে এবার পরিদর্শনে আসেন। এসময় স্কুল প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের নেতৃত্বেই শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি বিদ্যালয়ের অবকাঠামো,বিজ্ঞাগানার,পাঠা গার, বঙ্গবন্ধু কর্ণার দেখে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষকদেরকে ভালভাবে পাঠদান চালিয়ে যেতে ও আহবান জানান।