এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)॥ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এস এসসি) পরীক্ষায় কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে চমৎকার ফলা ফল অর্জন করল। এতে করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিভাবক মহল। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
২৮ নভেম্বর দুপুরে এসএসসি পরীক্ষা ফলাফলে এবার চমৎকার পাশের মাধ্যমে সুনাম অক্ষুন্ন রাখলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এবং ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়সহ অপরাপর ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান।
তৎমধ্যে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ( কেজি স্কুল)থেকে ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করে
২৮২জন, এ+ পেল ৩৯জন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯জন পরীক্ষার্থীর মধ্য পাশ করে ১৯০ জন, এ+ পেল ৩২, জাহানারা ইস লাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১শ জন পরী ক্ষার্থীদের মধ্য পাশ করলো ১শ জন, এ+ পেল ১৩ জন,পোকখালী উচ্চ বিদ্যালয় থেকে ৯৯জন পরীক্ষার্থীর মধ্য পাশ করে ৯১জন, এ+ পেল ৩ জন,গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ৬০জন পরীক্ষা র্থীর মধ্য ৫৬ জন পাশ করে এ+ পেল ৩, নাপিত খালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯১জন পরীক্ষার্থীর মধ্য পাশ করলো ৮১জন। গত বছরের তুলনায় এ বছর ভাল ফলাফল লাভ করার মহাখুশিতে উৎফুল শিক্ষক-শিক্ষিক্ষাসহ ছাত্রছাত্রীরা।
এদিকে ঈদগাঁও উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চমৎপদ ফলাফল অর্জন করে সুনাম ধরে রাখায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরাবারের এডমিন ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা।