ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম॥ কর্ণফুলী উপজেলা প্রশাসন ‘১৬ ডিসেম্বর শুক্রবার,৩১ বার কর্ণফুলী থানা পুলিশ, আনসার সদস্য তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসটির সূচনা হয় । সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন রাজনৈতিক এবং সমাজিক সংগঠন কর্ণফুলী উপজেলার অস্থায়ী আব্দুল জলিল ডিগ্রি কলেজ স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন, শিশু কিশোরদের শারীরিক কসরৎ প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মিলায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ । অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।
মূখ্যআলোচক ছিলেন,বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ‘স্বল্পোন্নত’দেশ আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ” উন্নয়নশীল”দেশের যাত্রাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ স্বাধীনতার ৫১ বছরের যাহা অর্জন শেখ হাসিনার সরকার। ইনশাআল্লাহ ‘২০৪১ সালের মধ্যে আমারই স্বাক্ষর রাখব উন্নত দেশে বাংলাদেশ।
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ৫৭ জন পরিবারের সদস্যদের মাঝে ফুল্লেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী ও মধ্যহ্নভোজের আয়োজন করেন উপজেলা প্রশাসন কর্ণফুলী। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশটাই ছিল উল্লেখযোগ্য।