বিশেষ প্রতিনিধি॥ নতুন বছর ২০২৩ উপলক্ষ্যে লালমনিরহাট জেলার আদিতমারী- কালীগঞ্জ উপজেলাবাসীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি, রংপুর বিভাগের ৩বারের শ্রেষ্ঠ ও ২ বারের সফল উপজেলা চেয়ারম্যান, তৃণমূল জননেতা মাহবুবুজ্জামান আহমেদ।
ইংরেজী নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় মাহবুবুজ্জামান আহমেদ বলেন, বিজয়ের মাসে বাংলাদেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের উদ্ভোধনের খুশির আমেজ লেগে থাকুক গোটা বাংলাদেশে। সেই সাথে নববর্ষে নতুন দিনে, নতুন বছরে সবার ভালো কাটুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
নতুন কিছু নিয়ে নতুন বছরের প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধনের হোক। নতুন দিনে নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হোক শুরু হয় আমাদের স্মার্ট বাংলাদেশের নতুন পদযাত্রা।
সকলকে ২০২৩ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।