স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী কালুরঘাট সেতুর উপর দিয়ে এখনো যানবাহন চলাচল করতে না পারলেও লোকজন পায়ে হেঁটে এপার ওপার পার হচ্ছেন। ১৩ আগষ্ট বিকেলে মানুষ পারাপার হওয়ার দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় কজন ব্যবসায়ী সূত্রে জানা যায়, বহুদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে কালুরঘাট সেতুর উপর দিয়ে। তবে কোন মালামালবাহী যানবাহন যেতে চাইলে ফেরীর মাধ্যমে যাওয়া যাবে বলেও জানায়। আরো দেখা যায়, সেতুর প্রবেশ মুখে যানবাহন চলাচল না করার জন্য চিহ্ন ও রয়েছে। সেতুর নিচে বসার জন্য সীটও করা হয়। কর্ণফুলী নদীর ঢেউয়ের তালে তালে পরিবেশটা অসাধারণ বটে।
উল্লেখ্য, নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম এ সেতু। কালুরঘাট সেতু দিয়ে ট্রেন চলাচল করেছিল।
কর্ণফুলীর ওপারের বোয়ালখালীর অনেকে প্রতিদিন নদী পার হয়ে শহরে আসেন চাকরি বা পেশাগত কারণে। শহর থেকেও অনেকে বোয়ালখালীতে যান নানান কাজকর্মে। সেতুর বিকল্প হিসেবে মানুষকে ফেরির মাধ্যমে প্রতিদিন পারাপার হতে হচ্ছে। সেই সাথে মালামালসহ যানবাহনও আসা যাওয়া করে থাকে।