
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোপালগঞ্জ কাশিয়ানীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা /পুর্নবাসন কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৭ জুন সকালে কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে রোপা আমন উফশী ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেন।
কাশিয়ানী , উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীমের সঞ্চালনায় এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে উক্ত আমন ধানের নীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব, ডঃ মোঃ মোকতার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(খামারবাড়ি) আ: কাদের , গোপালগঞ্জ,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিব উদ্দিন আহমেদ, বিএডিসি কর্মকর্তা ইমরান হুসাইন, ও কামরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকবৃন্দসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম জানান ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা /পুর্নবাসন কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ৩২৪ জন প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন উফশী (ধানের জাত- ১, ব্রি ধান-৩৯ব্রি ধান-৪৯,ব্রি ধান- ৫১, ব্রি ধান- ৮৭, বিনা ধান- ১৭ রোপা আমন ধানের (উফশী জাত) ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ,ডিএপি সার১০ কেজি এবং এমপি সার ১০ কেজি করে বিতরন করা হয়।