এম,জি রাব্বুল ইসলাম, জেলা প্রতিনিধি॥ কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট গ্রামের বাদী ও বিবাদী সর্বমোট ৬ ভাই ৩ বোনদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সাল হতে মামলা-মোকদ্দমা চলমান থাকার পর গত ০৬ ডিসেম্বর ২০২২ তারিখ বাদি ও বিবাদী দুই পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে তলব করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম । তার নির্দেশনায় দফায় দফায় মিটিং, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে ০৯ ভাই বোনদের একত্রিত করা হয়। ঝগড়া বিবাদ, পাল্টাপাল্টি একের পর এক অভিযোগ, দফায় দফায় সালিশ মিমাংসা কোনকিছুতেই কোন কাজ হচ্ছিলো না। পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষের দুটি অভিযোগ আসলে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে বেশ কয়েকবার উভয়পক্ষকে নিয়ে মিটিংয়ে বসেন। পুলিশ সুপার বাদী এবং বিবাদী উভয় পক্ষকে বুঝাতে চেষ্টা করেন সামান্য জমির ভাগাভাগির চেয়ে আপন মায়ের রক্তের সম্পর্ক অনেক বেশী গুরুত্বপূর্ণ। জমি আসবে যাবে, সম্পর্ক থেকে যায়- এরকম কিছু আত্মিক বিষয় অনুভব করে পুর্বের ভুল বুঝতে পারে বাদী এবং বিবাদী উভয়পক্ষ।
অবশেষে পুলিশ ইন্সপেক্টর জনাব মোঃ মাসুদের মধ্যস্ততায় ০৯ ভাইবোনের পরিবার পুলিশ সুপারের অনুরোধে জমিজমা সহ নানাবিধ বিবাদ মিটিয়ে একীভূত হোন।এবং তারা উভয় পক্ষ সমস্ত মামলা হামলা এবং বিরোধ থেকে সরে আসার পক্ষে একমত হন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পেয়ে বাদি ও বিবাদী দুই পক্ষই সন্তুষ্ট হন এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপারের এমন উদার মানসিকতা এবং জনগণের সংগে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির মাধ্যমে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রের অনেক মামলা জট কমানো সম্ভব বলে মনে করছেন কুড়িগ্রাম জেলার সচেতন মহল।