বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

কোটচাঁদপুরে ভাটায় অবাধে কাঠ পোড়ানোর মধ্য দিয়ে মৌসুম শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ২:০৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, বাবলু মিয়া॥ ইট তৈরির জন্য ভাঁটা স্থাপন সংক্রান্ত একটি আইন দেশে কার্যকর রয়েছে। আইনটির নাম ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন। সেই আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া ইট তৈরি করার সুযোগ নেই। লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা চালু করলে শাস্তির ব্যবস্থা রয়েছে। এজন্য অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা।

আইন যদি কার্যকর না হয়, তাহলে আইন থেকেও কোনো লাভ নেই। তারই প্রমান মিলেছে।ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মোকসেদ মোড়ের রিপন ব্রিকস।এসব ইটভাটা গুলো মানছে না ইট তৈরি ও ভাঁটা স্থাপন আইন। ইচ্ছেমতো আবাসিক,কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন ব্রিকস স্থাপন করা হয়েছে। আর এসব ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে মূল্যবান বনজ ও ফলদ গাছ। ভাটার ধূলা,কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার সবুজ মাঠ,বনজ সম্পদ ও ফলদ গাছ।এ উপজেলায় ইট প্রস্তুতকারী এমন অবৈধ ইটভাটা গুলোতে দিনরাত অবাধে কাঠ পোড়ানো শুর করেছে বছরের শুরুতেই।ফসলি জমির মাঝখানে করা হয়েছে রিপন ব্রিকস।কোনো প্রকার নিয়মনীতিই মানা হচ্ছে না। প্রয়োজনীয় কাজপত্র নেই,আবার অনুমোদনও নেই। প্রতিদিন হাজার হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে,রিপন ব্রিকস ইট ভাটায়।ধোঁয়ার কারণে মরে যাচ্ছে আশপাশের গাছপালা। ফলে পরিবেশ হচ্ছে বিপন্ন।

(১৪ই-নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটার চারপাশে শত শত মণ কাঠ সাজানো। গাড়িতে করে গাছ কেটে এনে কাঠ পরিমাপ করা হচ্ছে প্রকাশ্যে ভাটার সামনে। ইটভাটায় কয়লার পরিবর্তে গাছের গুড়ি পোড়ানো হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর ৭ ধারা অনুযায়ী কাঠ দিয়ে ইট পোড়ানোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মানছে না আইন,ইট ভাটায় পুড়ছে কাঠ-হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও সাজার বিধান রাখা হয়েছে। তৃতীয়বার এ অপরাধের পুনরাবৃত্তিতে ভাটার নিবন্ধন বাতিল ও ভাঁটা বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে। কাগজে-কলমে এসব আইন বাস্তবায়নে কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এদিকে, ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-তে বলা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান,আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, হাট-বাজার এলাকা সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর এবং বন,অভয়ারণ্য, বাগান, জলাভূমি, ও কৃষি জমিতে ইট ভাঁটা স্থাপন করা যাবে না। তবে আইনের তোয়াক্কা না করেই উপজেলার সাফদারপুর মকসেদ মোড়ে ইট ভাঁটা স্থাপন করা হয়েছে ঘনবসতিপূর্ণ ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ফসলি জমিতে।

সাফদারপুরের বাসিন্দা আইজদ্দিন মন্ডল ও সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন ইট পোড়াতে প্রায় ৭০-৮০ মণ (১ মণে ৪০ সের)জ্বালানি কাঠ লাগে। এ মৌসুমে ইতোমধ্যে ভাঁটা গুলোতে ইট পোড়ানো শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ইটভাটায় এসব জ্বালানি কাঠ যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন থেকে। ইটভাটায় গাছের ছোট ছোট ডালপালা বা পাতা ব্যবহার হয় না,বেশিরভাগ ক্ষেত্রেই মোটা মোটা গাছ করাত দিয়ে কেটে ছোট ছোট টুকরা করে ইটভাটার চুল্লিতে পোড়ানো হচ্ছে। বিশেষ করে রেন্ট্রি গাছ,আম গাছ,শিশু গাছ,মেহগনি গাছ,খেজুর গাছ,তাল গাছও অধিক পরিমানে পোড়ান হয়।স্থানীয়রা জানান,ইটভাটায় প্রতিদিন শত শত মণ কাঠ কিনে প্রকাশ্যেই পোড়ানো হচ্ছে। উজাড় হচ্ছে এলাকার গাছপালা। পরিবেশ হচ্ছে বিপন্ন।কোনো প্রকার অনুমোদন ও নিয়মনীতির ধার ধারছেন না ভাঁটা মালিক। ইটভাটার মালিক আজিজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম মেনে ইটভাটা চালানো কঠিন। তাই আমি স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করেই ইটভাটা চালাচ্ছি।

এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাঁন মাসুম বিল্লাহ বলেন,আমি অত্র উপজেলায় নতুন যোগদান করেছি, কেউ যদি আইন বিরোধী কাজে লিপ্ত থাকে,তো অবশ্যই তাঁকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।এবং আমি অতি দ্রুত অভিযান পরিচালনা করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কড়া নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছেন ড. ইউনূস 

নাশকতার আশংকায় ২৮ শে মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা

ঝিকরগাছায় খাল ও নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

রিয়াদে জাতীয় শোক দিবস পালিত

নাটোরে বিএনপি নেতা দুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ

বাগাতিপাড়ায় সুদের টাকা না দেওয়ায় বাদাম বিক্রেতাকে হত্যা ॥ গ্রেফতার ৫