গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। আজ থেকে ৫১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে সকল বৈষম্য ভুলে এক সারিতে সবাই দারিয়েছিল বলেই বাঙালী জাতির বীরত্ব গাঁথার ইতিহাস রচিত হয়েছিল যার মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র।
১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয়ের মাহেন্দ্র ক্ষণকে স্বরণ করে রংপুরের গঙ্গাচড়ার হরিজন সম্প্রদায় গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে স্বাধীনতা যুদ্ধের লাখো শহীদ সূর্য সন্তানদের।যাদের আত্মত্যারের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা। আজ সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি শ্রী রাজকুমার বাসফোর,এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে শ্রী মানিক বাসফোর,শ্রী বিনয় বাসফোর,শ্রী প্রতিমা বাসফোর,শ্রী সুখাপতি বাসফোর,শ্রী অপু বাসফোর,শ্রী রিতু বাসফোর,শ্রী আপেল বাসফোর প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৫ সালে হরিজন সম্প্রদায়ের অধিকার আদায়ে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।