গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান মৃধাকে গ্রহণ করেছেন। গতকাল ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একত্রিত হয়ে ইউএনও মাহমুদুল হাসান মৃধাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা মাহাফুজার রহমান, মৎস্য কর্মকর্তা দীপা রানি বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রিন্স,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী, ঠাকুড়াদহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মজিদ মিয়া এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
নবাগত ইউএনও মাহমুদুল হাসান মৃধা এসময় উপস্থিত সকল কর্মকর্তার সাথে কুশল বিনিময় করেন এবং প্রশাসনিক দায়িত্বে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বলেন, “উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে এবং জনগণের সেবায় কাজ করবো।”এমন এক মিলনমেলা পরিবেশে নবাগত ইউএনওকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।