
রংপুর ব্যুরো :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জানুয়ারি, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জানজাবিল বিনতে আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৯টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন, এবং শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সবাই।
অনুষ্ঠানের শেষে, উপজেলা তথ্য আপা দপ্তরের কর্মকর্তা তাসনীম খুশবী সরকারের সঞ্চালনায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।