
সজীবুর রহমান গুরুদাসপুর (নাটোর)॥ নাটোরের গুরুদাসপুরে বাসে তল্লাশি চালিয়ে রিভলবার সহ এক যুবকে আটক করেছে গুরুদাসপুর থানার পুলিশ। বুধবার( ৩০)নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল মিয়া (২২)নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কেরান খোলা গ্রামের মিয়াদ হোসেনের ছেলে।
রাজশাহী হতে ঢাকাগামী রজনীগন্ধা (রাজমেট্রো ১১-০১-২১) বাসে তল্লাশি চালিয়ে রিভালবারসহ তাকে আটক করা হয়।
গুরুদাসপুর থানার এসআই ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল কাছিকাটা টোল প্লাজায় রজনীগন্ধা নামক বাসে তল্লাশি চালিয়ে ওই যুবককে একটি রিভলবার সহ আটক করে। আটককৃত যুবক যাত্রী বেশে ঢাকা যাচ্ছিল।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।