
ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্টিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা , গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, কৃষি অফিসার হারুনর রশিদ, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন , মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রতিকারমুলক সিদ্ধান্ত নেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় বলেন, সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। এগিয়ে আসতে হবে ইউপি চেয়ারম্যান, গ্রামপুলিশ, গণমাধ্যম কর্মী,সুশিল সমাজ অবিভাবকসহ জন সাধারণের। বক্তারা বলেন এগুলো চলমান প্রক্রিয়া সবাইকে সচেতন থাকতে হবে। যে যার মতো তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলেই সমাজ থেকে এই অপকর্মগুলো দুর করা সহজ হবে।