
সজিবুর রহমান গুরুদাসপুর নাটোর প্রতিনিধি।।নাটোরের গুরুদাসপুরে ৬ নং চাপিলা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণে আবারো অনিয়ম। জানা যায় যে ডিলার কে ডিলারশিপ দেওয়া হয়েছে তার সাথে লিয়াজু করে সোলাইমান নামের একজন ব্যক্তি বারবার অনিয়ম করে যাচ্ছে। এবং তিনি বারবার বলছেন যে ডিলার আমাকে দায়িত্ব দিয়েছেন।
কিন্তুু ডিলারের বক্তব্য নেওয়ার পরে শোনা যায় সোলাইমান নামের ওই ব্যাক্তি চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে। তাহলে কে এই সুলাইমান, কেনই বা বারবার তিনি অনিয়ম করে যাচ্ছেন। জনগণকে কম দিয়ে তারা কি পরিমান লাভবান হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় জনগণ আরো বলেন সোলাইমান নামের এই লোকটা চেয়ারম্যানের লোক চেয়ারম্যান সবকিছু জেনে বুঝে কোন একশন নিচ্ছেন না। চাপিলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফরহাদুল ইসলাম বলেন,আমি নিজে চোখে দেখেছি১ কেজি জায়গায় ৭৫০ গ্রাম দেওয়া হয়েছে। আমরা এই ডিলারের প্রত্যাহার চাই।