
সজিবুর রহমান গুরুদাসপুর নাটোর প্রতিনিধি॥ কৃষি প্রোনাদোনা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে ৫৭০০ জন কৃষকের মাঝে (উপশী ১৭০০জন, হাইব্রিড ৪০০০জন) বড়ো উপশী ও হাইব্রিড জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। হাইব্রিড ধানের আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং উপশি ধানের আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান সরকার, জনাব মোঃ আব্দুল মতিন মাস্টার সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ আলাল শেখ উপজেলা ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর নাটোর, জনাবা রুকসানা আক্তার লিপি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর।
এ সময় উপজেলার কৃষক ভাইয়েরা উপস্থিত ছিলেন। কৃষক ভাইদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করায় তারা খুবই আনন্দিত। তারা বলেন সরকারের এ কার্যক্রম অব্যাহত থাকলে কৃষি ক্ষেত্রে আমরা আরও উন্নয়ন করতে পারব।