ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।
উপজেলা প্রসাশনের আয়োজনে সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধি জীবী দিবস ১৮ ডিসেম্বর আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও মহান দিবস যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সভায় বক্তারা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রবণী রায় বলেন, ১৬ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে খেলাধুলা, কুইজ,চিত্রাংকণ প্রতিযোগিতা, আলোচনা, সংবর্ধনা, পুরস্কার বিতরণসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সারাদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য সকল শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেবেন।
এ সময় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,গুরুদাসপুর থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।