আশরাফুজ্জামান॥ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারের উত্তর পাশে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাব্বির মোল্লা হৃদয়( ১৬)নিহত হয়। আজ শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় সাজাইল বাজার এর উত্তর পাশে টাওয়ার এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় রাতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। সে সাজাইল গোপিমোহন উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান হৃদয় মোল্লা মোটরসাইকেল করে হরিদাসপুর সরদারপাড়া থেকে সাজাইল বাজারের দিকে আসছিলেন। এ সময় সাজাইল বাজার থেকে অটোরিকশা টাওয়ারের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় হৃদয় মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ান ১০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।