ইসমাইল ইমন(চট্টগ্রাম)॥ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশে দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে গাছবাড়ীয়া সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দত্ত, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কমিশনার লোকমান হাকিম, সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় সরকারি-বেসরকারি উপজেলার বিভিন্ন দপ্তরের ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ টি স্টল বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী মেলায় অংশ গ্রহন করেন।