বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি বার্তা
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. জাতীয়
  10. ধর্ম ও জীবন বিধান
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. শিল্প ও বাণিজ্য
  14. সংবাদ বিজ্ঞপ্তি
  15. সম্পাদকীয়

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুন:বহাল করবে বিএনপি-দুলু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভোটচোর এই সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন শুরু করেছে বিএনপি। এই এক দফা আন্দোলনে সকলে শরিক হয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটের অধিকার এবং দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহব্বান জানান তিনি।

দুলু চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগকে সমর্থন না করায় অনেক পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের সকল সুবিধা দিয়ে চাকুরিতে পুনঃবহাল করা হবে। যারা এখনো এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন তারা সমর্থন প্রত্যাহার করে এই সরকারের পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় দুলু এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির (ভারপ্রাপ্ত) আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, , যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত