
নিজস্ব প্রতিবেদক॥ রাজশাহীতে জঁমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস) -এর রাজশাহী বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় রাজশাহী মহানগরীর রেলগেটস্থ গুলশান হোটেলের পশ্চিম পার্শ্বে বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন ও এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) – এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন রাজশাহী সদরের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী শাহ্ মখদুম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম। অতিথি ছিলেন- কেন্দ্রীয় মহিলা বিষয়ক সহকারী সম্পাদক রহিমা খানম সুমি।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক……, সাংগঠনিক সম্পাদক জাব্বির খান, সহ-সাংগঠনিক ইসরাফিল আলম।
উদ্বোধনের সময় রাজশাহী বিভাগের বিএমএসএস’র সাথে যুক্ত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে নি:শর্ত ও নি:স্বার্থ ভাবে নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মফস্বল সাংবাদিকদের পাশে থাকতে ঐক্যবদ্ধতার বিশাল প্লাটফর্ম তৈরি করা আমাদের প্রধান লক্ষ। তিনি অনুষ্ঠানের উদ্বোধক সহ সকল অতিথিবৃন্দ ও সাংবাদিক সহযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করে দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার আহবান জানান।
সবশেষে আনন্দনঘন পরবিশে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং অনুষ্ঠানটি সুষ্ঠু-সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।