ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম॥ গতকাল গভীর রাতে আন্তর্জাতিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ভারতের কসাই বলে আক্রমণ করে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
তিনি ভারতের বিদেশমন্ত্রী শ্রী জয়শংকর একটি ভাষণে ২০০১ সালে দিল্লি ভারতের জাতীয় পার্লামেন্ট ভবনের যে হামলার দায় তৎকালীন পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আই এস আই কে দায়ী করে পাকিস্তানের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেন। এবং এই ঘটনার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হয়। সেই ঘটনার কথা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী শ্রী জয়শংকর বলেন তখন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো চুপচাপ ছিলেন। কিন্তু আজ যখন ভাষণ দিতে উঠেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিচ্ছন্নতাবাদী শক্তি আই এস আই এর সাবেক প্রধান ওসমা বিন লাদেন সাথে তুলনা করেন ভারতের প্রধানমন্ত্রী কে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে গুজরাট দাঙ্গার কসাই বলে কটাক্ষ করেন।
এই বক্তব্যের প্রতিবাদে আজ ভারতের বি জে পি যুব শাখার পক্ষ থেকে ভারতের পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব মোর্চা। এই ঘটনার প্রতিবাদ করেন ভারতের সরকার। জনাব বিলাওয়াল ভুট্টো সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো র পুত্র ও সাবেক পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি র পুত্র বটে। এই ঘটনার পর পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো কোন মন্তব্য করেননি।