মোঃ মোশারফ হোসেন সরকার॥ শুক্রবার রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেশব্যাপী জামাত-বিএনপি জোটের নৈরাজ্য প্রতিরোধে যৌথ সভার আয়োজন করেন জামালপুর পৌর আওয়ামী লীগ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপ-প্রচার জহুরুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সাবেক সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, রেজাউল করিম রেজনু, সরোয়ার হোসেন শান্ত প্রমুখ।
অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক সিদ্দিকী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সামিউল আউয়াল ডনি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপন, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারুল বক্তব্য রাখেন।
বক্তারা সমগ্র দেশব্যাপী জামাত-বিএনপি জোটের নৈরাজ্য প্রতিরোধে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।