মোঃ মোশারফ হোসেন সরকার॥ শনিবার (০৩ ) ডিসেম্বর জামালপুর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জামালপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে অতিথি ছাড়াও জেলা ইউনিটের সকল কর্মকর্তা সোসাইটির আজীবন সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় এছাড়াও বক্তব্য রাখেন, জমালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন, সোহরাব হোসেন বাবুল,আসাদুজ্জামান আকন্দ বাবু,জেলা আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দিন হেলাল সহ নেতা কর্মীরা ।