শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর,২২) জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভা শেষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আবৃতি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ৩ টি বিভাগের বিজয়ী ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে বিশেষ মোনাজাত করা হয়।এ ছাড়া ঝিনাইদহে আওয়ামী লীগ ও বি এন পি পৃথক পৃথক দলীয় ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।