
রতন দে,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে যথাযত মর্যাদা ও শ্রদ্ধায় স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে (বুধবার ২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ডাসার উপজেলা শহীদ মিনারের প্রতিকৃতিতে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শহিদ মিনারে প্রথম শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান হিমু।
এর পরে অংশ নেন ডাসার থানার অফিসার ইনচার্জ এস.এম শফিকুল ইসলাম, ডাসার উপজেলা বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ,ডাসার প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,ডাসার উপজেলা আওয়ামীলীগ শাখা ও সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
দিনটি উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়।সকালে প্রভাত ফেরী, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রচনা প্রতিযোগীতা, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।