
রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসুচির আওতায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীবও দুঃস্থদের মাঝে (৪৮৫)চার শত পচাশি টি কম্বল বিতরন করা হয়।
আজ মঙ্গলবার সকালে গোপালপুর ইউনিয়ন পরিষদের চত্বরে এ কম্বল বিতরন করেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান মোঃ ফরহাদ মাতুব্বরের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মীর মামুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কালাচান সরদার, ভুরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.ম. হারুন অর রশিদ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ,গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ শিলা আজাদ,ই্উপি সদস্য হালিম হাওলাদার,হালিম বেপারী,রেজাউল খন্দকার,ফজলুল হক ও লতিফ ঘরামী। এসময় গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।