
রোমান আহমেদ, গাজীপুর॥ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ডিজিটাল পদ্ধতিতে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
গাজীপুর উচ্চ বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষার মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণীতে ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী ও তার অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, এতে আনন্দিত হয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অধিকাংশ শিক্ষার্থী আনন্দে কেঁদেছে। ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্র ছাত্রীর অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম সহিদের উদ্যোগে ।
মোঃ সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক আকলিমা আক্তার, ফরহাদ মাহমুদ, মোঃ আঃ রউফ সহকারী শিক্ষক গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সিরাজুল ইসলাম দুলাল বি.এসসি ,মাওলানা এ কে এম নাজমুল হুদা অবসর প্রাপ্ত উপাদক্ষ গাজীপুর ফাজিল মাদ্রাসা, মোঃ হারুন অর রশিদ সহ সভাপতি গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ হুমায়ুন কবির বি.এসসি সহকারী প্রধান শিক্ষক গাজীপুর উচ্চ বিদ্যালয়, মোঃ মফিজ উদ্দিন বি.এসসি (বি.এড )প্রধান শিক্ষক গাজীপুর উচ্চ বিদ্যালয়, মোঃ আজাহার হোসেন তালুকদার সভাপতি ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ অন্যান্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মূলক আদর্শ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আ: ছামাদ মৈশাল, হাজী কোরবান আলী স্ত্বাধিকার হাজী কোরবান আলী সুইটস, মাসুদ করিম লালু অবসর প্রাপ্ত সেনাবাহিনী , সাইফুল ইসলাম শিক্ষানুরাগী ও পুশু চিকিৎসক , সাইফুল ইসলাম বি কম , মাষ্টার,মোঃ আফাজ উদ্দিন সরকার, মোঃ আঃ ছাত্তার সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড , মোঃ শামীম সাজিদ প্রধান শিক্ষানুরাগী, আলহাজ্ব মোহাম্মদ আলী শিক্ষানুরাগী, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য মোঃ এরশাদ গাজীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, এফ এম কলিম প্রধান শিক্ষক ই এম একাডেমী,মোঃ মিজানুর রহমান বাচ্চু মাতাব্বর সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।