ডিমলা, নীলফামারি প্রতিনিধি॥ আজ ৯ ডিসেম্বর সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়।
দিবসটি পালনে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গড়ার লক্ষ্যে – অর্থ আত্বসাৎ,দুর্নীতি জালিয়াতি, ঘুষ অবৈধ সম্পদ, ক্ষমতার অপব্যবহারকে “না” বলার প্রতিপাদ্য নিয়ে বেলুন উড়িয়ে মানব বন্ধন দিবসটির কর্মসূচির শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, দুর্নীতি বিরোধী দিবস পালন কমিটির নেতৃবৃন্দ, এবং প্রেস ক্লাব- ডিমলা এর সহ-সভাপতি আনোয়ার হোসেন ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ। পরে মানব বন্ধনটি উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।