মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী)॥ নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর সাথে উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভায় ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ওসি লাইছুর রহমান প্রমুখ।
পরিচিতি পর্ব শেষে এম.পি আফতাব উদ্দিন সরকার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক দিক আলোচনা করেন এবং সেই সাথে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বাল্য বিবাহ, চোরাকারবারি, নাশকতা,ভূমিদস্যু,জাল দলিল চক্র, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।