বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি বার্তা
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. জাতীয়
  10. ধর্ম ও জীবন বিধান
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিল্প ও বাণিজ্য
  15. সংবাদ বিজ্ঞপ্তি

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” ও ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়।

এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বারী সূর্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান, মো. আফজালুল হক, মো. ফিরোজুল আলম, মো. ওমর ফারুক, মো. নুরে আলহাজ হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, খগাখরিবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ- লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ এবং শিশুর মাঝে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা, কর্তব্যপরায়নতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রতিবছর ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হচ্ছে।

এছাড়াও ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ”সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ” ২০২২- এর ফুটবল টিমের ০৫ (পাঁচ) জন খেলোয়াড় উঠে এসেছে ”বঙ্গমাতা শেখ ফজলিাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে”র মাধ্যমে। এটি বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত