মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) : দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া গ্রামের ৪ যুবলীগ কর্মী নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কালীগঞ্জ সীমান্ত ফাঁড়ীর টহল টিম বিজেপির হাতে আটক হয়।
২ অক্টোবর রাত ১১:৫০ ঘটিকায় কালীগঞ্জ সীমান্ত ফাঁড়ীর হাবিলদার ফারুক ইসলামের নেতৃত্বে ৬ জনের একটি টহলকারী দল কালীগঞ্জ ৭৯৪/১০ নং পিলার এলাকায় টহল করার সময় অত্র এলাকার বুধারু মামুদের পুত্র রওশন আলী পাচারকারীর নেতৃত্বে ভারতে প্রবেশের সময় দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া গ্রামের ছন্দ রায়(২১)পিতা বিমল চন্দ্র রায়,তপন রায়(২১)পিতা দূর্গা রায়,খনিজ রায়(২৬)পিতা প্রমোদ চন্দ্র রায়, রন্জ্ঞিত চন্দ্র রায়কে(১৭) ধৃত করে। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ডিমলা থানায় তাদেরকে সোপর্দ করেছে বলে সীমান্ত ফাঁড়ীর হাবিলদার ফারুক ইসলাম জানিয়েছেন।