বাংলাদেশ সকাল
রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিলারশীপ দেওয়ার প্রলোভনে ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয়  প্রতারক আব্দুল হালিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর প্রতারণার মাধ্যমে ছয়লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আটক আব্দুল হালিম যশোরের কেশবপুর উপজেলার দীন মোহাম্মদ আলীর ছেলে ।

সাইবার ইনভেস্টিগেশন টিম জানায়, গত বছরের ৩০ ডিসেম্বর খুলনার কপিলমুনির অঞ্জনা এন্টার প্রাইজের মালিক পুলোক সাধুর সাথে আসামির যশোরের জজ কোর্টমোড়ে দেখা হয়। এসময় আব্দুল হালিম এবং তার তিন সহযোগী মিলে “পানশাহী জর্দ্দা ফ্যাক্টরী প্রাইভেট লিমিটেড” নামে একটি কোম্পানির প্রতিনিধি দাবি করে প্রতারণার ফাঁদ পাতে। পরে তারা পানশাহী জর্দার ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর ঐ মালামাল আর না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে।

এক পর্যায়ে বাদী খোজ খবর নিয়ে জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তারা সাইবার ক্রাইম ইউনিটের শরণাপন্ন হন। বিষয়টি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজ বাড়ি থেকে হালিমকে এসআই শিবু মন্ডল আটক করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ