
রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি॥ খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি উদয় চক্রবর্তী (৫৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃ’ত্যু বরণ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
মৃত উদয় চক্রবর্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১ টার দিকে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তার চিকিৎসার জন্য খুলনা নগরীর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ(বুধবার) দুপুরে শোভনা গাবতলা মহা শ্মশানে তার শেষ কৃতাংনুষ্ঠান অনুষ্ঠিত হয়।