
হাবিব হাসান, ভালুকা (ময়মনসিংহ)॥ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সঙ্গে গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো. আশরাফুল হক জর্জ।
৬ জানুয়ারি (শুক্রবার) তিনি হবিরবাড়ি, ভালুকা, মল্লিকবাড়ি, ডাকাতিয়া, উথুরা, মেদুয়ারী, ভরাডোবা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গনসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এরপর ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে জুময়ার মসজিদে নামায আদায় শেষে ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদার সহ সকল মুসল্লীদের খোঁজ খবর নেন।
পরে উথুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আমীন পিনুর মেয়ের বিয়ে ময়মনসিংহের সোহাগ কনভেনশন সেন্টারে অংশগ্রহণ করেন।