এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আজ ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
পরিদর্শনের শুরুতে বিভাগীয় কমিশনার সোনারগাঁও উপজেলার প্রবেশগেটের উদ্বোধন করেন। এরপর তিনি নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে তিনি ও জেলা প্রশাসক বৃক্ষরোপণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন সভাকক্ষের উদ্বোধন করে তিনি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের এক পর্যায়ে বিভাগীয় কমিশনার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক শেড উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান। দিনের শেষে তিনি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ এ যোগ দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সম্মিলনের লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন এবং সেরা শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা প্রদান।
সম্মিলনে অতিথিরা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনার শেষে উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















