মোঃ হানিফ বিন রফিক, ক্যাম্পাস প্রতিনিধি॥তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদের দ্বারা পরিচালিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ (টাকসু) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ও আকর্ষণীয় উৎসব তুলি উৎসব।
‘শিল্পের রঙে আজ রাঙাবো মোরা লক্ষ্য আমাদের আকাশ ছোয়া, শিল্পের ছায়ানীড়ে গড়বো পৃথিবী সাজাবো নতুন এক বসুন্ধরা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৩/১১/২০২২ রোজ বুধবার বিকেল ৪ঃ৩০ মিনিটে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ-(টাকসু)র সাংস্কৃতিক বিভাগ, তুরাগ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুরু হয় “তুলি উৎসব’২২”।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (ভারপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসুর সম্মানিত ভি.পি মিসবাহুল হাসান শাওন, ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বাংলা বিষয়ক অধ্যাপক মু.আবুল কালাম আজাদ (বাংলা স্যার)।
আরও উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসুর জি.এস. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত উৎসবের সভাপতিত্বে করেন তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক তাহমিদ বিন আমিন।
সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে “তুলি উৎসব’২২”
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসুর সম্মানিত ভি.পি মিসবাহুল হাসান শাওন বলেন, এই তুলি উৎসব শুরু করতে পেরে আমরা নিজেদেরকে অনেক বেশি আনন্দিত মলে করছি।এই উৎসবটি যেমন আনন্দের ঠিক সকল মিললাতিয়ান্সদের প্রতিভা গুলো বিকশিত করার একটি দিন। আমাদের এই তুলি উৎসব’২২ আগামী ২৪ ও ২৫ তারিখ পর্যন্ত প্রদর্শিত হবে। এখানে সকল শিক্ষার্থীদের প্রদর্শনের ব্যবস্থা রয়েছে এবং যারা ভালো ক্যালগ্রাফি তৈরি করতে পারেন, ভালো ফটোগ্রাফি, চিত্রাংকন করতে পারেন তাদের মধ্যে সুন্দর ছবিগুলো সংগ্রহ করে আমরা সকলের সামনে তুলে ধরব।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বাংলা বিষয়ক অধ্যাপক মু.আবুল কালাম আজাদ (বাংলা স্যার) বলেন, আলহামদুলিল্লাহ ছাত্র সংসদের আয়োজন তুলি উৎসব’২২ অনেক শিক্ষার্থীর মেধা বিকাশের একমাত্র মাধ্যম। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দক্ষতা থাকা প্রয়োজন মেধাবীর পরিচয় হলো শেষ সকল দক্ষতার পারদর্শী হবে। আমি আশা করি তুলি উৎসব’২২ সকলেই অংশগ্রহণ করবে এবং প্রদর্শনীতে আসবেন।