বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন :

তিস্তা নদী উত্তরাঞ্চলের দুঃখ নামে অভিহিত। এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম খরস্রোতা নদী। যা মানুষের দুঃখ -সুখের নিত্য দিনের সাথী। বর্যা শুরু হলেই এলাকার মানুষ তার জমিজিরাত ও বসতভিটা এবং পরিবার পরিজন নিয়ে থাকে আতংকে। নদীর প্রত্যেকটি ঢেউ ও জেগে উঠা চরের সাথে মিশে আছে মানুষের জীবন-জীবিকা।

তিস্তার উন্নয়ন তিস্তা নদী তীরবর্তী এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি দিকে তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জোর দিয়েছেন বাংলাদেশ অন্তবর্তী সরকার।

এজন্য চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার তিস্তাপাড়ের মানুষজনের মতামতকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করতে চায়। এ কারণে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চীনের চায়না পাওয়ারের বিশেষজ্ঞ ও তিস্তাপাড়ের মানুষজনকে সঙ্গে নিয়ে একটি জরিপ পরিচালনা শুরু করা হবে। জরিপ শেষে চলতি বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা হবার পর চূড়ান্ত করা হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ।

বিষয়টি ঠিক এভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিস্তাপাড়ের মানুষজন বলছেন, দ্রুততার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারলে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে না। এজন্য তদারকি বাড়াতে হবে।

জানা যায়, তিস্তা একটি আন্তর্জাতিক নদী, যা বাংলাদেশ এবং ভারত দুইটি দেশেরই অংশ। এটি ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে উত্তরাঞ্চলের নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ জিরো পয়েন্ট  দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।

পরে তা পদ্মা ও মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তিস্তার অববাহিকা আনুমানিক ১২ হাজার ১৫৯ বর্গকিলোমিটার বিস্তৃত। এ নদীটি বাংলাদেশ ও ভারতের প্রায় চার কোটির বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত।

তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। তিস্তার প্লাবনভূমি ২ হাজার ৭৫০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তীর্ণ। লাখো মানুষ কৃষি, খাদ্য উৎপাদন, মাছ ধরা এবং গৃহস্থালি দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর ওপর নির্ভর করে। বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বোরো ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস এবং মোট ফসলি জমির প্রায় ১৪ শতাংশ সেচ প্রদান করে। তিস্তা ব্যারাজ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প।

এটি উত্তরাঞ্চলের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী সীমানা এলাকায় অবস্থিত। এই প্রকল্পটির অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের ছয়টি  নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট এবং বগুড়ার ধুনট পর্যন্ত এর কমান্ড এরিয়া (আওতাভুক্ত এলাকা)। যা ৭ লাখ ৫০ হাজার হেক্টরেবিস্তৃত। এতেই বোঝা যায় তিস্তার সেচ ও তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত।

জানা গেছে, তিস্তা নদীতে ভারতের উজানে পশ্চিমবঙ্গের গজোলডোবায় ব্যারাজ এবং সিকিমে বাঁধ, ব্যারাজ, জলবিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ কারণে বাংলাদেশে তিস্তা নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই অবকাঠামোগুলো তিস্তার উজানে পানির চাহিদা পূরণ করছে। কিন্তু তা ভাঁটিতে বাংলাদেশ অংশে তিস্তা নদীতে পানির প্রাপ্যতা দারুণভাবে হ্রাস করেছে।

সূত্র মতে, বিগত শেখ হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছিল। কিন্তু তারা সেটি বাস্তবায়ন করেননি। তাই চীনের সঙ্গে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার এটি নিয়ে নতুন করে মাঠে নেমেছে। যা পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর পাশে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে দুই বছরের সময় দিতে সম্মত হয়েছি আমরা দুইটি শর্তে। এখানে দুইটি ব্যাপার আছে- এক. তিস্তার ব্যাপারে ভারতের সঙ্গে আমাদের পানিবণ্টন।

এটা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ভারতকে বারবার বলব, তিস্তায় যদি বানের পানি আসে, এ নদীটার প্রকৃতিতে এমন হঠাৎ করে পানি চলে আসে। কিন্তু আমাদের যদি সময়মতো জানানো হয়, তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি।

ভারত গেট খোলার আগে কয়েক ঘণ্টা সময় দিলে অনেক মানুষকে সরিয়ে নিতে পারি। গরু-ছাগলগুলো সরিয়ে নিতে পারি। ভারতের তো এটা আমাদের না জানানোর কোনো কারণ নেই। তাহলে কেমন ভালো বন্ধু, কেমন প্রতিবেশী? একটা বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। এটা আমাদের দাবি থাকতে হবে।

উপদেষ্টা বলেন, ২০১৬ সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল মহাপরিকল্পনার জন্য। সেই চুক্তি অনুযায়ী চীন কিন্তু একটা প্রকল্প দিয়েছে। মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার চায়না সরকারকে পাঠানো হয়, তারা দেখল যেভাবে প্রস্তাবনা করা হয়েছে, সেটি টেকসই হবে না। এখন চীন আবার আমাদের কাছে দুই বছর সময় চাচ্ছে। আমরা তাদের দুই বছর সময় দিতে রাজি হয়েছি। কিন্তু দুইটি শর্তে।

একটা হলো কি থাকবে আর কি থাকবে না। এটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। ওইটা শোনার জন্য পানি উন্নয়ন বোর্ড ও চীনের চায়না পাওয়ার যৌথভাবে তিস্তাপাড়ে বসবাসরত মানুষজন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জরিপ পরিচালনা করবে। এতে প্রাধান্য দিতে হবে তিস্তাপাড়ের মানুষজনের মতামতকে। এই জরিপের মতামতের পরিকল্পনাটা ২০২৫ এর ২৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। যা তিস্তাপাড়ের মানুষজনের  মতামত ছাড়া মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, তিস্তা নদীর ৪৫ কিলোমিটারের ভাঙনের মধ্যে ২০ কিলোমিটারে বেশি ভাঙন হয়। আমি পানি উন্নয়ন বোর্ডকে  নির্দেশ দিয়েছি আগামী

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ জানুয়ারীর নির্বাচনকে বিশ্ব স্বীকৃতি দেয়নি : দুলু

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিএমএসএস’র মানববন্ধন

রাণীনগরে ১মাদকসেবীর ৮ মাসের কারাদন্ড

অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবেনা : রাস্তা উদ্বোধনে এমপি হাফিজ 

কালীগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আমনের রোপন মৌসুম শেষের দিকে আত্রাইয়ে অনাবৃষ্টির কারণে চলছে শেষ মুহুর্তের রোপন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ

ঈদ আনন্দ ছুটি সাচ্ছন্দ্যবোধ জননিরাপত্তা আস্থায়-সিএমপি

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতে র অভিযান ইউএসবি ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ টাকা জরিমানা 

শার্শায় ইট বোঝাই ট্রাক্টর চাপায় নিহত ১