মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী): নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভনগন্জ গ্রামের সাঈদি ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী তাজমিন বেগম (৩৫)।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরিয়া শায়েস্তা করার জন্য একই বংশীয় চাচা জাহিদুল ইসলামের পুত্র হাফিজুল ইসলামে সহিত পরকীয়া প্রেমের দাবি তুলিয়া দেবর হাফিজুল ইসলামের বাড়িতে ৩০ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকার সময় প্রবেশ করে। ঐ সময় পিতা পুত্র কেহ বাড়িতে না থাকায় তিন সন্তানের জননী হাফিজুল ইসলামকে বিবাহের দাবীতে বর্তমানে অবস্থান করছে। এদিকে হাফিজুল ইসলাম বাড়িতে না থাকায় তার মাতা জাহানারা বেগম সে তাজমিন বেগমকে তার বাড়ি চলে যেতে বললে তাজমিন বেগমের স্বামী সাঈদীর ইসলাম ও পিতা মফিজ উদ্দিন সহ তাদের লোকজন জাহানারা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এ ঘটনায় হাফিজল ইসলামের পিতা জাহিদুল ইসলাম বাদী ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানা গেছে।