
দেবহাটা প্রতিনিধি: জেলা সাহিত্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর, ২৩ ইং সকাল ১০টায় পারুলিয়ায় অনুষ্ঠিত উক্ত সভাটি
উপজেলার পারুলিয়া সাহিত্য পরিষদের সদস্য বাবুর আলীর মৃত্যুতে তাকে স্মরণ করে উক্ত সভা কাজ শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি হাবিবুর বাসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা সমাজ কল্যাণ সম্পাদক ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভাটি
পরিচালনা করেন দেবহাটার সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম। আলোচনায় গদ্য সাহিত্যের গােড়াপত্তন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, উপন্যাস, নাটক, ছােটগল্প, প্রবন্ধ, মহাকাব্য, কবিতা, প্রভৃতি ধারা, উপাধি ও ছদ্মনাম, পঙতি, বাংলা সাহিত্যে প্রথম মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, গুরুত্বপূর্ণ চরিত্র প্রভৃতির অত্যন্ত তথ্যবহুল আলােচনা করা হয়েছে। পরে দেবহাটা উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যিক ও লেখকদের মধ্যে থেকে আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় ডাঃ আমিরুল ইসলামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা কবি হাবিবুর বাসারকে সদস্য সচিব, আবু সালেক রেজাকে সদস্য, আয়ুব হোসেন, সাদেকুল ইসলাম রফিকুল ইসলামকে সদস্য মনোনীত করে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের দেবহাটা উপজেলা কমিটি গঠন করা হয়।