এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পাহাড়ি এলাকা বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে দিনের পর দিন বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। হাতির আক্রমণে আতঙ্কে আছেন নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা, ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট গারো পাহাড় সীমান্তের তিন উপজেলার মানুষ। বিগত কিছুদিন যাবত বন্য হাতির আক্রমণে অর্ধশতাধিক বাড়ীঘর ভাঙচুর করেছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিঃস্ব করে দিয়েছেন প্রায় শতাধিক পরিবারকে।
ধোবাউড়া সীমান্তবর্তীগ্রাম, গাবরাখালি, ডেপুলিয়াপাড়া, ভূঁয়াপাড়া, দিলবাগ, ঘিলাগড়া,গোবরচনা, বগাঝড়া, গাছুয়াপাড়া পুটিমার, আরা পাড়া, বিজয়পুর, এলাকাগুলোতে হাতির আক্রমণে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষজন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক, বন বিভাগের জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন এলাকার অসহায় মানুষ।